বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটে কমলা হ্যারিস নিজেই এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়।

 সূত্র : এএফপির

টুইটে তিনি বলেন, আজ (মঙ্গলবার) আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‌্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তার কোনো উপসর্গ নেই। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবার থেকে আলাদা হয়ে আইসোলেশনে থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।