নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু ১৪ জুন

আগামী শুক্রবার (১৪ জুন) থেকে ৪ দিনব্যাপী ২৮তম নিউইয়র্ক বইমেলা শুরু হতে যাচ্ছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলে মেলা চলবে ১৬ জুন পর্যন্ত। চতুর্থ দিন মেলা আয়োজন করা হয়েছে স্কুলের পাশে অবস্থিত জুইশ সেন্টারে।

এবারের মেলায় চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালেদ চৌধুরী এবং লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে আজীবন সম্মাননা দেয়া হবে। মেলায় গান পরিবেশন করবেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এ মেলা সবার জন্য সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম বলেন, মেলায় ভারত-বাংলাদেশের লেখক ও প্রকাশনী সংস্থা যেমন থাকবে তেমনি থাকবে স্বরচিত কবিতা, কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ, লেখক-প্রকাশক-পাঠকদের নিয়ে নানা আয়োজন।

সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। থাকবে শাড়ি-গহনার স্টল। সবকিছু মিলিয়ে বই কেন্দ্রীক প্রবাসী বাঙালিদের একটি উৎসব আয়োজন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান নজরুল ইসলাম।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ বলেন, জীবনে বই মননে বই হলো আমাদের ২৮তম বই মেলার স্লোগান। আমরা চাই বাংলা বইয়ের প্রসার হোক বিশ্বব্যাপী। মানুষের জীবনে ও মননে ভালো বইয়ের প্রভাব পড়ুক। আমরা বছর ধরে সবাই মিলে চেষ্টা করি ভালো সব বইয়ের প্রকাশনী যেন এই মেলায় উপস্থিত থাকে। মানুষ যে সকল লেখকদেওর ভালোবাসে আমরা চেষ্টা করি তাদের মেলায় উপস্থিত করতে। আমেরিকার বিভিন্ন রাজ্যসহ অন্যান্য দেশে আমাদের অনুকরণে বই মেলার আয়োজন করা হচ্ছে।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা বলেন, লেখক ও সম্পাদক আবুল হাসনাত, সাংবাদিক শাহরিয়ার কবির, লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, লেখক ও সাংবাদিক আনিসুল হকসহ আরও অনেকে ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। লেখক সেলিনা হোসেন, কবি হাবিবুল্লাহ সিরাজী, সাজ্জাদ শরীফ, বিমল গুহ, জাফর আহমদ রাশেদসহ আরও লেখক মেলায় আসবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন, নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।