নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংর্বধনা কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আ:লীগের ব্যাপক প্রস্তুতি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৪তম সাধারন অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে আসবেন আগামী ২২ সেপ্টম্বর রবিবার।ঐদিন প্রবাসী নাগরিক সংর্বধনা দেওয়ার ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২২ সেপ্টম্বরে রবিবার নিউইয়র্কে হিলটন হোটেলেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে স্মরন কালের ঐতিহাসিক নাগরিক সংর্বধনার আয়োজনের প্রস্তুতি অংশ হিসাবে নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড, সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ।প্রচার প্রচারনা ও গনসংযোগ শুরু করেছেন সংর্বধনা সফল করার লক্ষে ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক প্রচার প্রচারনা অংশ হিসাবে নিউইয়র্ক জ্যাকসন হাইটসে শত শত নেতাকর্মী নিয়ে মধ্যে রাত পযন্ত গনসংযোগ চলে ।এব ২২ তারিখ পযন্ত চলবে । গনসংযোগে এক সংক্ষিত সমাবেশে ড, সিদ্দিকুর রহমান বলেন আজ থেকে শুরু হল আমাদের প্রচার প্রচারনা ,ড, সিদ্দিক বলেন নেত্রী সংর্বধনা সফল করার জন্য যা যা করার দরকার আমরা করবো পাশাপাশি তিনি বিএনপি ,জামাতের উদ্দেশ্যে বলেন চারবারের সফল প্রধানমন্ত্রী বিশ্বে এক নাম্বার প্রধানমন্ত্রী হিসাবে জায়গা করে নিয়েছে তাকে যদি কোন অসন্মান করার চেষ্টা করা হয় তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ,তিনি বলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোন দ্বিধা দন্ধ নেই ।কেউ উপপ্রচার করার চেষ্টা করবেন না।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম সাধারন পরিষদের অধিবেশনে যোগদান করতে সেপ্টেম্বরের ২২ সেপ্টম্বর নিউইয়র্ক আগমন করবেন। বরাবরের মত এবারও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে এবং সমস্ত সহযোগী সংগঠন, সকল স্টেট আওয়ামীলীগ কমিটি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর সার্বিক সহযোগিতায় আগামী ২২ সেপ্টেম্বর প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রদানের ব্যাপক প্রস্তুতি চলছে।
জননেত্রী শেখ হাসিনার ঘোষণা ২০৪১ সাল নাগাদ উচ্চবিত্ত রাস্ট্র করার যে মহা পরিকল্পনা সেটি সামনে রেখে এবারের প্রবাসী নাগরিক গনসংবর্ধনা হবে স্বরণ কালের ঐতিহাসিক সভা। এই সভাকে সাফল্যমন্ডিত করতে সকলকে অনুরোধ করেন।সবাই কে ঐক্যবদ্ধ ভাবে নিরলস পরিশ্রম করে যেতে হবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র আ:লীগের উদ্যোগে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা আ:লীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগ সহ আরো অন্যান্য সংগঠনকে একতাবদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রানিত করা হচ্ছে।তিনি বলেন বিভিন্ন স্টেট আওয়ামীলীগের কমিটিগুলোকেও ইতি মধ্যে নির্দেশ দিযেছি সংবর্ধনাকে সাফল্য মন্ডিত করতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ করার।
ড:সিদ্দিকুর রহমান বলেন
প্রতিক্রিয়াশীল চক্র এ প্রবাসের মাটিতেও শেখ হাসিনা প্রশাসনের আকাশচুম্বী সফলতায় ঈর্ষান্বিত হয়ে নানান অপকর্ম করার চেস্টা করতে পারে, কিন্ত আমরা বংগবন্ধুর সৈনিকরা সর্বশক্তি দিয়ে তা রুখে দিব, এ জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে আমাদের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আসন্ন নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে কোন অপশক্তির যে কোন অপতৎপরতা সম্পর্কে জানতে পারলে আমাদের অবহিত করুন।
এবারের প্রবাসী নাগৱিক সংবর্ধনা কে সর্বাত্বক ভাবে সফল করতে আসুন আমরা সবাই আমাদের সর্বোচ্চ শ্রম, মেধা, পরিকল্পনা দিয়ে চেস্টা করে যাই। আমাদের দৃঢ় বিশ্বাস সফল আমরা হবোই। জয় বাংলা, জয় বংগবন্ধু।