দুবাই কনস্যুলেটে ফ্রি মেডিকেল ক্যাম্প


সংযুক্ত আরব আমিরাতে ফজলে রাব্বি ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ কনস্যুলেট ও দুবাই হেলথ অথরিটির সহযোগিতায় ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে এ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়।
মেডিকেল ক্যাম্পে আমিরাতের বিভিন্ন শহর থেকে আসা প্রায় ২৫০ প্রবাসীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল এমডি শাহেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের দূতালয় প্রধান সচিব প্রবাস লামারাং, ফজলে রাব্বি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তামিম রিযভন, আমিরাত গ্লোবাল অ্যালুমিনিয়ামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমদ আল মুল্লা, ডা. মির্জা সায়মা মাহমুদ সহ ফজলে রাব্বি ফাউন্ডেশন, কনসুলেট ও দুবাই হেলথ অথরিটির কর্মকর্তারা।
মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ১৪ জন নার্স বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেন। চিকিৎসক ও নার্সদের সহযোগিতার জন্য ফাউন্ডেশনের নিজস্ব একাধিক ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তামিম রিযমন বলেন, তাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময় দক্ষিণ এশিয়ার প্রবাসীদের চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী বিতরণ, মা ও শিশুদের সচেতনতা সৃষ্টি, ক্যাম্পেইনসহ সেবামূলক কাজ করা হয়।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৬ সালে বাংলাদেশি প্রবাসীদের জন্য কনস্যুলেট প্রাঙ্গণে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছিল। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।