সৌদিপ্রবাসীদের পাশে জেদ্দার দুই ব্যবসায়ী

সৌদি আরব সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বেশ কিছুদিন ধরে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক বাংলাদেশি। বেশিরভাগ শ্রমিক জীবনযাপনে হিমশিম খাচ্ছেন।

এ পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন জেদ্দার দুই বাংলাদেশি ব্যবসায়ী। তাঁরা হলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা, সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি, জেদ্দা আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবদুর রহমান এবং সৌদির পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের আহ্বায়ক, জেদ্দা আল শাহারানি কোম্পানির মহাপরিচালক আবদুল মান্নান।

এ দুই ব্যবসায়ীর প্রতিনিধিরা জেদ্দা সিটি ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশি প্রবাসীদের ভিলায় ভিলায় গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। খাদ্য তালিকায় রয়েছে চাল, ডাল, চনা, তেল, আলু ও লবণ।

ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘এভাবে যদি আমরা সবাই যে যার জায়গা থেকে সাধ্যমতো এগিয়ে আসি, তাহলে আমাদের প্রবাসী ভাইদের দুর্দশা লাঘব হবে।’ তিনি সৌদি আরবের জেদ্দার কমিউনিটির নেতাদের প্রশংসা করে বলেন, ‘এরই মধ্যে অনেক রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠন মানবতার সেবায় এগিয়ে এসেছেন। সত্যি তা প্রশংসার দাবি রাখে।’

‘সারা বিশ্বের মতো সৌদি আরবেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে এ থেকে উত্তরণের জন্য আমাদের সচেতনতাই হচ্ছে একমাত্র উপায়। কাজেই সবাইকে সামাজিক দূরত্ব রেখে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেকে বাঁচাতে হবে, অন্যজনকেও বাঁচাতে হবে,’ যোগ করেন ব্যবসায়ী আবদুর রহমান।