মদিনায় খোলামেলা ফটোশুটের পর উত্তেজনা সৃষ্টি !

‘সৌদি আরবের আল মদিনা প্রদেশের আর-উলায় ঐতিহাসিক স্থানে বিশ্বের বিভিন্ন সুপারমডেলের খোলামেলা ফটোশুটের পর বিতর্ক শুরু হয়েছে। সৌদি সরকারের অনুমতি নিয়ে এই ফটোশুট করে ভোগ অ্যারাবিয়া। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্যাশন ম্যাগাজিনের আরব এডিশন।

সূত্র :সিয়াসাত

আল-উলায় ২৪ ঘণ্টা শিরোনামে এই ফটোশুট করা হয়। সেখানে কেট মস, মারিয়াকার্লা বসকোনকো, ক্যান্ডিস সোয়ানেপোয়েরের মতো ক্যাটওয়াক স্টার ওই ফটোশুটে অংশ নেন। তারা সেখানে কালো ও সাদা রঙের খোলামেলা পোশাক পরেন এবং হাঁটেন।

এছাড়া সৌদির সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী স্থানে নাচানাচিও করেন তারা।এই পুরো ফটোশুট অর্গানাইজ করা এবং শুট পরিচালনা করেছেন লেবানিজ ডিজাইনার এলি মিজরাহি। এমন বিতর্কিত এই ফটোশুটের পর মুসলিমদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

কেন সৌদি কর্তৃপক্ষ এ ধরনের ফটোশুটের অনুমতি দিয়েছে, তা নিয়েও বহু মুসলিম ক্ষোভ প্রকাশ করেছে।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তারই অংশ হিসেবে গত বছর থেকেই দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। এছাড়া স্টেডিয়ামে গিয়ে খেলা দেখাসহ আরও বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা দিয়েছে সৌদি সরকার।

যদিও বিশ্লেষকরা বলছেন, নারী আত্মীয়দের নিয়ন্ত্রণ এখনও অনেকাংশেই রয়েছে পুরুষ অভিভাবকদের কাছে।,