ট্রাম্পকে ভোট না দিতে যুক্তরাষ্ট্রে ৫০ রাজ্যে নারী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে ভোট না দিতে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল করেছেন নারীরা। শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বড় বড় শহরে এ মিছিল করেন হাজার হাজার নারী।

সূত্র : রয়টার্স

এক প্রতিবেদনে জানায়, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করার আহ্বান জানাতেই এ মিছিল করেন নারীরা।

২০১৭ সালে প্রথম ট্রাম্পবিরোধী ‘ওমেন্স মার্চ’ হয়েছিল ওয়াশিংটনে। আয়োজকরা বলছেন, সেই বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা শনিবারের বিক্ষোভ মিছিল করেন। ওয়াশিংটনে ফ্রিডম প্লাজায় সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন ওমেন্স মার্চের নির্বাহী পরিচালক র‌্যাচেল ও’লিয়ারি।

আসন্ন নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে নারীদের প্রতি র‌্যাচেল ও’লিয়ারি আহ্বান জানান। তিনি বলেন, ‘যখনই আমরা একত্রিত হই, যখনই আমরা রাস্তায় নামি। যখনই আমরা ভোট দিই, তখনই যুক্তরাষ্ট্রে একক সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে ওঠেন নারীরা। এমন কিছু নেই, এমন একটি বিষয়ও নেই যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প আমাদের থামিয়ে দিতে পারেন।’