সোয়াজিল্যান্ডে বাংলাদেশিরা ভালো আছেন

সোয়াজিল্যান্ডে চলমান বিক্ষোভে ওই দেশে অবস্থানকারী প্রায় সব বাংলাদেশি ভালো আছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-এ হেলাল সাইফুর রহমান।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা মিশন থেকে সোয়াজিল্যান্ডে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত হেলাল।

রাষ্ট্রদূত নূর-এ হেলাল সাইফুর রহমান বলেন, ‘ওই দেশে প্রায় এক হাজার ৫শ’ জন বাংলাদেশি রয়েছেন, যারা বিভিন্ন ধরনের দোকানের মালিক, অথবা চাকরি করেন। এরমধ্যে যে বিক্ষোভ চলছে, তার কারণে ১৫ থেকে ২০ জন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে  কেউই আহত হননি।’

তিনি বলেন, ‘সহিংসতা কমে আসছে এবং আশা করা হচ্ছে, সোমবার (৫ জুলাই) থেকে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কারণ, দক্ষিণ আফ্রিকার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করতে সোয়াজিল্যান্ডে জড়ো হয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।