জায়েদ খানকে ১৮ সংগঠনের বয়কট

আবারও বয়কটের মুখে পড়লেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন আনুষ্ঠানিক এক প্রেস বিবৃতিতে এটি জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

সোহানুর রহমান সোহানের স্বাক্ষরিত চিঠিটিতে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আয়োজন নিয়েও সূচি উল্লেখ হয়।

এদিকে বয়কট প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, ‘নির্বাচনের দিন জায়েদ খানের ভূমিকাটি আমরা প্রমাণসহ পেয়েছি। এই কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছিল। এই অসম্মানের জন্য আমরা তাকে বয়কট করছি।’

অন্যদিকে, বিষয়টি নিয়ে জায়েদ খান এখনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, সংগঠনগুলোর নেতারা ২৮ জানুয়ারি নির্বাচনের পর থেকেই জায়েদ খান ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। তাদের দাবি, এই দু’জনে যোগসাজশে নির্বাচনের দিন অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেয়নি এফডিসিতে।

এছাড়া শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও জায়েদ খান ভোটকে প্রভাবিত করতে নানা অপতৎপরতা চালিয়েছেন বলেও তাদের দাবি করেন তারা। এ কারণে এর আগে পীরজাদা শহীদুল হারুনকে এফডিসিতে নিষিদ্ধ করেছিল শিল্পী সমিতি বাদে বাকি ১৭ সংগঠন।