প্রথম আলো কলকাতায় মুজিবনগর দিবস পালিত

বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ‘মুজিবনগর দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস-এর সভাপতিত্বে আলোচনা পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত।

সূত্র : আনন্দ বাজার

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার) মো. বশির উদ্দিন। এরপর মুজিবনগর সরকারের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে  উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও এ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিলেন।