রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আগামী কয়েক বছর রাশিয়ার সশস্ত্রবাহিনী নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাবে না। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন।

সূত্র : বিবিসি

স্ত্রী ওলেনা জেলেনস্কাকে সঙ্গে নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের ৭৫ মিনিটের ভাষণটি আগেই রেকর্ড করা ছিল। দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে ভাষণটি প্রচার করা হয়েছে।

জেলেনস্কি বলেছেন, আক্রমণ মোকাবিলায় ইউক্রেন যথেষ্ট প্রস্তুত ছিল। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া তাদেরকে খাটো করে দেখেছে।