যুদ্ধ অবসানে ক্রিমিয়া ফেরত চাইবে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের জন্য মস্কোর কাছে ক্রিমিয়া ফেরত চাইবে ইউক্রেন। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেছেন, ক্রিমিয়া ফিরে পাওয়ার পাশাপাশি যুদ্ধ শুরু করা রুশ নেতাদের শাস্তি চাইবে কিয়েভ।

সূত্র : আল জাজিরা

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন জেলেনস্কির উপদেষ্টা। তিনি বলেন, ‘রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।

বিদ্যমান যুদ্ধের অবসান সম্পর্কে তিনি বলেন, ক্রিমিয়াকে মুক্ত করা এবং ‘বিশেষ সামরিক অভিযান’ যারা শুরু করেছে তাদের শাস্তির মধ্য দিয়েই এই যুদ্ধের ইতি ঘটবে।