রাজস্থানের একাংশে বন্যায় দুই দিনে নিহত ১৩, আরো বৃষ্টির আশঙ্কা

ভারতে এখনো বর্ষার মৌসুম শুরু হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার অল্প বিলম্বে কেরালা রাজ্যে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিমের মৌসুমি বাতাস। তবে বর্ষার আগেই খামখেয়ালি বৃষ্টিতে পানিতে ডুবেছে মরুরাজ্য রাজস্থানের একাংশ। প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ফতেপুর শহর এবং শেখাওয়াতি অঞ্চল। গত দুই দিনের দুর্যোগে রাজ্যের নানা প্রান্তে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

অসময়ের এমন বৃষ্টি রাজস্থানে প্রায় অস্বাভাবিক। এরই মধ্যে জয়পুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বর্ষণ চলবে রাজ্যে। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সে ক্ষেত্রে দুর্যোগ আরো বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
রাজ্যের নানা প্রান্তে ইতিমধ্যে বিপর্যয় মোকাবেলা দলকে নামিয়েছে রাজ্য প্রশাসন। তবে সে রাজ্যের কৃষকদের অভিযোগ, পূর্বাভাস থাকা সত্ত্বেও ফসল এবং গবাদি পশুর সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। ক্ষতিপূরণের দাবিতে তারা নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেন।

এদিকে শুক্রবার দুর্যোগ শুরু হওয়ার পরই ফতেপুর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জায়গায় জায়গায় তার ছিঁড়ে যাওয়ায় এখনো সেখানে বিদ্যুৎ সংযোগ ফেরানো যায়নি।