ইউক্রেনকে সদস্য করতে প্রস্তুত ন্যাটো: স্টলটেনবার্গ

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, নতুন সদস্যদের জন্য ন্যাটোর দরজা খোলা। ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হবে এজন্য মিত্ররা একমত। বৃহস্পতিবার নরওয়ের অসলো সিটি হলে তিনি এসব কথা বলেন।

সূত্র: সিএনএন

তিনি আরও বলেন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইউক্রেনকে সদস্য করতে মিত্ররা একমত।

স্টলটেনবার্গ আরও বলেন, ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে বিজয়ী এবং যুদ্ধ ইউক্রেনের সীমানার বাইরে যাতে ছড়িয়ে না পড়ে তা রোধ করা।

ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি তিরস্কার জানিয়ে তিনি আরও বলেন, পুতিন ন্যাটোকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি আসা বন্ধ করতে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে।

ইউরোপের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অসলোতে সম্মেলনের জন্য পৌঁছার সঙ্গে সঙ্গে ইউক্রেনকে সদস্য করার বিষয়ে স্টলটেনবার্গের অবস্থান জানান জন্য বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল।