১২ বারের চেষ্টায়ও প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ লেবানন

প্রেসিডেন্ট নির্বাচন করতে একের পর এক চেষ্টা করেও সফল হতে পারছে না লেবাননের আইনসভা। বুধবার দেশটির আইনপ্রণেতাদের ১২তম প্রচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 

সূত্র: আরব নিউজ

এরপর হিজবুল্লাহ ও তাদের মিত্র আমালের আইনপ্রণেতারা ওয়াক আউট করলে কোরাম সংকটে দ্বিতীয় রাউন্ড ভোট ছাড়াই অধিবেশন শেষ করতে হয়।

প্রেসিডেন্ট নির্বাচনে এ ব্যর্থতা মধ্যপ্রাচ্যের দেশটির গোষ্ঠীগত দ্বন্দ্ব ও উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

তুমুল অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটির রাজনীতি এমনিতেই নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করছে, দেশটির মন্ত্রিসভা বা আইন পরিষদও খুব একটা কার্যকর নয়।