পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা

শেখ হাসিনা আজ টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করলেন।

শপথ নেওয়ার পর বঙ্গভবনের দরবার হলে অতিথিরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির পত্নী ডক্টর রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের  সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে তৃতীয়, ২০১৮ সালে চতুর্থ এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন তিনি।