ভিআইপিদের হাসপাতালের কথা স্রেফ গুজব : ওবায়দুল কাদের

করোনায় সংক্রমিত ভিআইপিদের জন্য সরকার আলাদা হাসপাতালের ব্যবস্থা করছে বলে বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রচার হচ্ছে, তা স্রেফ গুজব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভিআইপিদের ব্যাপারে বিশেষ ব্যবস্থায় হাসপাতাল গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টি স্রেফ গুজব।’

‘আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখব, এখানে ধনী-দরিদ্র-বিত্তবানের কোনো বিষয় নেই। কারণ, করোনা এখানে কোনো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে ছাড় দেবে এমনটা মনে করার কোনো কারণ নেই,’ যোগ করেন ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি

করোনা প্রতিরোধে যেকোনো ধরনের পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও দলীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচায়ক।’

রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক দলেরই আজকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভালো পরামর্শ সরকারকে কোনো দল যদি দেয়, তাহলে অবশ্যই সেই পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে। করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের পবিত্র রমজান উপলক্ষে দেশের মানুষ ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানান।