করোনাভাইরাস থামিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলকে পরবর্তী মৌসুম নিয়ে উয়েফার তোড়জোড়

করোনাভাইরাস থামিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলকে। কবে নাগাত ফের মাঠে খেলা ফিরবে, তা বলা কঠিন। চলতি মৌসুম শেষ করা যাবে কিনা সেটা নিয়েও আছে সংশয়। এরই মধ্যে আগামী মৌসুম নিয়ে পরিকল্পনা শুরু করতে চায় উয়েফা।

ঘরোয়া মৌসুম নিয়ে নিজেদের পরিকল্পনা জানানোর জন্য ফেডারেশনগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ২৫ মের মধ্যে পরিকল্পনা জানানোর জন্য ৫৫ ফেডারেশনকে চিঠি দিয়েছে উয়েফা।

বিভিন্ন দেশের ফেডারেশনগুলো চলতি মৌসুম শুরু করতে চায় কি না, সেটা জানতে চেয়েছে উয়েফা।  যদি শুরু করা হয়, তাহলে  শুরুর তারিখ ও কোন ফরম্যাটে খেলা হবে, সেটা জানানোর জন্য বলেছে উয়েফা।

যদি মৌসুম বাতিল হয়, তাহলে কোন দলগুলো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে এর তালিকাও চেয়েছে সংস্থাটি।

করোনার কারণে মার্চের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় ইউরোপিয়ান লিগগুলো। এক বছর পেছানো হয়েছে ইউরো-২০২০। তবে ঘরোয়া ফুটবলগুলো শেষ করতে চায় উয়েফা, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও শেষ করতে চায় সংস্থাটি।

যদিও এরই মধ্যে বাতিল হয়ে গেছে লিগ ওয়ান ও লিগ টু। কোনো চ্যাম্পিয়নের নাম এখনো ঘোষণা করা হয়নি। একই সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসও। চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়াই বাতিল করা হয়েছে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ।

তবে আশা দেখিয়েছে ইতালিয়ান সেরি আ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও জার্মানির লিগ বুন্দেসলিগা। লিগ শেষ করার করতে আশাবাদী ক্লাবগুলো। এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে আর্সেনাল, টটেনহ্যাম, ব্রাইটন এবং ওয়েস্ট হ্যাম ক্লাব