এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ

পাইলট প্রজেক্ট ও আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হিসেবে গত চার বছর ধরে চলছিল এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। এবার সেখান থেকে বেরিয়ে এসে এশিয়ান শীর্ষ ফুটবল সংস্থা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে। ক্লাব দলগুলোকে নিয়ে এই আয়োজনে দক্ষিণ এশিয়া থেকে ভারতের ওডিশা এফসি জায়গা করে নিলেও নেই বাংলাদেশের কোনও ক্লাব!

এবার যারা এএফসির শর্ত পূরণ করতে পারবে, তাদের নিয়ে হবে বাছাই পর্ব। সেখান থেকে ১২টি দল তিন গ্রুপে বিভক্ত হয়ে ৬ থেকে ১২ অক্টোবর খেলবে। তিন গ্রুপ সেরা ও রানার্সআপ এবং সেরা দুই তৃতীয় দলসহ মোট ৮ দল নিয়ে ২০২৫ সালের মার্চে হওয়ার কথা নক আউট পর্ব।

কিন্তু কিংস না থাকায় ২ মের মধ্যে এএফসির কাছে বাংলাদেশ থেকে  নারী লিগের কোনও ক্লাবের নাম পাঠানো যায়নি।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও প্রায় একই কথা বললেন, ‘এএফসি নানান শর্ত দিয়েছিল। ক্লাব লাইসেন্সিং থাকতে হবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয় কিনা। এছাড়া আরও কিছু বিষয় ছিল। যা আমরা পূরণ করতে পারিনি। যদি বসুন্ধরা কিংস এবার থাকতো, তাহলে হয়তো একটা সুযোগ নেওয়া যেতো। তাই আমরা এবার প্রথমবারের মতো লিগে খেলার জন্য এএফসির কাছে আবেদন করতে পারিনি।’

নারী ফুটবল লিগে তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও দেখেছেন এএফসির নারী লিগের নতুন ফরম্যাট। তার কথা, ‘আমরা তো এবার নানান কারণে খেলিনি। হয়তো খেললে আবেদন করার সুযোগ ছিল। তবে সামনে নিশ্চয়ই খেলার সুযোগ থাকবে।’

এমনিতে নারী ফুটবলারদের বেশি ম্যাচ খেলার সুযোগ কম। এএফসি নারী লিগে কোনও দল খেলতে পারলে তাতে করে সাবিনা-কৃষ্ণা-সানজিদাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা অর্জনেরই সুযোগ হতো। এখন অপেক্ষা সামনের দিকে।