তুরস্কের কাছে হেরে রুপা পেলো বাংলাদেশ

ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারিতে সবার আগে পদক নিশ্চিত করেছিল বাংলাদেশ। কম্পাউন্ড মেয়েদের দলগত ইভেন্টের স্বর্ণপদকের লড়াইয়ে অবশ্য পেরে উঠেনি। তুরস্কের কাছে হেরে পেয়েছে রুপা।

বুধবার বাংলাদেশ দল স্বাগতিকদের কাছে হেরেছে ২২৯-২২৩ পয়েন্টে। লাল-সবুজ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান।