ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার

ইউক্রেনে ফরাসি সেনা পাঠালে তাদেরকে নিশানা করবে রাশিয়া। বুধবার (৮ মে) এমন সতর্কতা জারি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্রান্সকে হুঁশিয়ারি করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যদি ইউক্রেনে সেনা পাঠান তাহলে তারা রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হবে।

জাখারোভা আরও বলেন, ফরাসি সেনারা যদি এই অঞ্চলে আসে তবে তারা অবশ্যই রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমার মনে করি, ফ্রান্স ইতোমধ্যে এর প্রমাণ পেয়েছে।

রাশিয়া সোমবার বলেছে, সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে তারা। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকির কথা বলে এই মহড়া চালাচ্ছে দেশটি।