এশিয়া কাপের ‘জট’ খুলবে ২৭ মে

এশিয়া কাপ নিয়ে বেশ কিছুদিন ধরেই শিরোনাম হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

যে কারণে পিসিবি একটা ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে। সেই মডেল অনুযায়ী টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। আর বাকি দলগুলোর খেলা পাকিস্তানেই হবে।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একাধিকবার বলেছেন, তাদের ‘হাইব্রিড মডেলে’ নাকি সায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি); কিন্তু এ ব্যাপারে এখনো মতামত জানায়নি বিসিসিআই।

২৭ মে ভারতের আহমেদাবাদে হবে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর সেই সভায় ‘হাইব্রিড মডেল’ নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বিসিসিআই।

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, শর্ত সাপেক্ষে ভারত পিসিবির ‘হাইব্রিড মডেলে’ রাজি হতেও পারে। শর্তটা হলো পাকিস্তানকেও ভারতে এসে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিতে হবে। কারণ পিসিবি এরই মধ্যে বলেছে, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে তাহলে তারাও বিশ্বকাপ খেলার জন্য ভারতে দল পাঠাবে না।