মেসির পর ইন্টার মিয়ামির নজরে ডি মারিয়া

ইন্টার মিয়ামির আংশিক মালিকানায় আছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড বেকহ্যাম। মেসিকে ঘিরেই মিয়ামির দল গঠন করতে চান ইংলিশ সাবেক এই তারকা। তাই মেসির আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াকে চুক্তিবদ্ধ করার জন্য আলোচনা চালাচ্ছে মিয়ামি। তাকে চেয়েছেন ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম।

মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত হতে না হতেই খবরটি দিয়েছেন ইউরোপের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ইন্টার মিয়ামির সঙ্গে নাকি ডি মারিয়ার কথা এগিয়েছে অনেকটাই। দুই পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করেন রোমানো।

পিএসজিতে সাত মৌসুম কাটিয়েছেন ডি মারিয়া। গত মৌসুমে ডি মারিয়া ও মেসি একসঙ্গে ২৪ ম্যাচ খেলেছেন পিএসজির জার্সিতে। এরপর গত বছর জুভেন্টাসে নাম লেখান মেসির আর্জেন্টাইন এই সতীর্থ। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে ইতালিয়ান এই ক্লাবটির। এরপর তিনি ফ্রি এজেন্টে যেতে পারেন যে কোনো ক্লাবে। ট্রফিহীন মৌসুমে জুভেন্টাসের হয়ে ৪০ ম্যাচ খেললেও গোল করেছেন মাত্র ৮টি।