কানাডায় দাবানলের দূষিত বাতাসে দুই দেশের স্বাস্থ্য ঝুঁকি

কানাডাজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পর দূষিত বায়ু ছড়িয়ে পড়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে। এই বিপজ্জনক বায়ুর গুণমান সম্পর্কে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য কর্মকর্তারা। 

দাবানলের কারণে ধোঁয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কানাডা এবং উত্তর আমেরিকার লাখো মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বায়ুর মান খুবই খারাপ রেকর্ড করা হয়েছে।

এই দূষিত বায়ু পরিবেশ ও জনপদের জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা ওসব এলাকার অধিবাসীদের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে এবং যতটা সম্ভব ধোঁয়ার সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।+

কানাডায় উৎপন্ন এই ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য কানাডাজুড়ে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের আগুন ইতোমধ্যেই ৩৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ছড়িয়ে পড়েছে।